Diễn đàn tổng hợp công nghệ sức khỏe tài chính phụ nữ làm đẹp
Bạn có muốn phản ứng với tin nhắn này? Vui lòng đăng ký diễn đàn trong một vài cú nhấp chuột hoặc đăng nhập để tiếp tục.

ইসলামের দৃষ্টিতে ব্যক্তিজীবন

Go down

ইসলামের দৃষ্টিতে ব্যক্তিজীবন Empty ইসলামের দৃষ্টিতে ব্যক্তিজীবন

Bài gửi by bryanpassman Mon Oct 31, 2022 9:35 pm

ইসলামের সামাজিক জীবন

কোনো লোকই একা বেঁচে থাকতে পারে না। পিতা, মাতা, ভাই, বোন আত্মায় জন নিয়ে তার যে পরিবার, সেই পরিবার নিয়েও সে একা বাঁচতে পারে না। তাকে আরও অনেকের সাথে মিশতে হয়, লেনদেন ও মতের আদান প্রদান করতে হয়। মোটকথা, একটা সমাজের মধ্যে তাকে মিশে থাকতে হয়। পরিবার এবং সমাজের মধ্যে থেকে তার নিজের এবং সমাজের অন্যের উন্নতি, সুখ-শান্তির জন্য একজন মুসলমান আল্লাহ ও রাসূল (সা.)-এর শেখানো। নীতিমালা অনুযায়ী চলে ।




সকল মানুষ সমান।





ইসলামী সামাজিক জীবনের মূলনীতি হলো দুনিয়ার সকল মানুষ সমান এবং সবাই একই পিতা-মাতা আদম ও হাওয়া (আ.)-এর সন্তান। দুনিয়ার মানুষের কারও গায়ের রং কালো, কারও সাদা, কারও বাদামি। একেকজনের ভাষা একেক রকম। সামাজিক রীতি-নীতি, চাল-চলন একেকজনের একেক রকম। তবুও সব মানুষ সমান। আমরা সকলে এক পিতা-মাতার সন্তান। এই মহৎ চিন্তা মানুষের মধ্যে প্রকৃত অনুভূতি সৃষ্টি করে। এই অনুভূতি মানুষকে অন্যের অধিকার সম্পর্কে সজাগ করে তোলে। মানুষে মানুষে স্বাভাবিক যে পার্থক্য তাকেও স্বীকার করে নেওয়া হয়। আমরা দুনিয়ার সকল মানুষ এক আল্লাহর সৃষ্টি এবং একই পিতা-মাতার সন্তান- এই সত্যকে যখন স্বীকার করে নেওয়া হয় তখন একজন অন্যজনের ভাষা, গায়ের রং, অন্যের সামাজিক রীতি নীতিকে মর্যাদা দিতে শিখে। তাই কুরআন এবং হাদিসে বারবার একথাই স্মরণ করিয়ে দেওয়া হয়েছে—

يأيها الناس اتقوا ربكم5 الذي خلقكم من نفس واحدة


“হে মানুষেরা! তোমাদের রবকে ভয় কর যিনি তোমাদের একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন।' সূরা আন নিসা : ১

إنما المؤمنون10 إخوة

"মুমিনরা তো পরস্পরের ভাই।' সূরা আল হুজরাত : ১০





এভাবেই ইসলাম বর্ণগত, ভাষাগত, বংশগত, জাতিগত শ্রেষ্ঠত্বের দাবিকে নির্মূল করে প্রকৃত ভ্রাতৃত্বের পথকে সুগম করে তোলে ।






অধিকার এবং মর্যাদার দিক থেকে সকল মানুষ সমান। এই নীতিমালার ওপর ইসলাম এক সুন্দর পরিবার, সুন্দর সমাজ, সুন্দর দেশ, সর্বোপরি সুন্দর পৃথিবী গড়ে তুলতে চায়।





পারিবারিক জীবন— ইসলামী সমাজের মূলভিত্তি



প্রকৃতপক্ষে পারিবারিক জীবন ইসলামী সমাজের মূলভিত্তি। একটি সুন্দর সমাজ গঠনের জন্য সমাজের প্রতিটি পরিবারকে সুন্দর করার পরিকল্পনা ইসলামে আছে। এজন্য পরিবারে স্বামীর ভূমিকা ও দায়িত্ব, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব, সন্তানের প্রতি পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য- এসব বিষয়ে ইসলাম সুন্দর ও কার্যকর শাশ্বত বিধানসমূহ স্পষ্ট করে তুলে ধরেছে। পারস্পরিক সহমর্মিতা, সহানুভূতি, সম্মানবোধ, শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধ, এবং সর্বোপরি সমঝোতার জন্য কুরআন যেসব বিধান দিয়েছে এবং নবিজি যেসব উজ্জ্বল উদাহরণ তুলে ধরেছেন তার নজির ইতিহাসের বিরল ।






একটি সুন্দর পরিবার গঠনের জন্য দেওয়া হয়েছে বিবাহের ব্যবস্থা। দেওয়া হয়েছে পর্দার বিধান। এক একটি সুন্দর পবিত্র বাগান হিসেবে ইসলাম সমাজের সকল পরিবারকে গড়ে তুলতে চায় ।

bryanpassman

Tổng số bài gửi : 203
Join date : 17/01/2021

Về Đầu Trang Go down

Về Đầu Trang


 
Permissions in this forum:
Bạn không có quyền trả lời bài viết